হজযাত্রীদের যাত্রা আরও সহজ করতে ‘লাব্বায়েক’ অ্যাপ চালু

হজযাত্রীদের সেবার মানোন্নয়নে সরকারি ব্যবস্থাপনায় নির্মিত ‘লাব্বায়েক’ মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি জানান, অ্যাপটি হজযাত্রীদের ধর্ম-কর্ম পালন এবং চলাফেরাকে আরও সহজ করবে। ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশেও কারিগরি সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।

Apr 28, 2025 - 20:45
Apr 28, 2025 - 21:19
 0  11
হজযাত্রীদের যাত্রা আরও সহজ করতে ‘লাব্বায়েক’ অ্যাপ চালু

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উদ্বোধনী বক্তব্য: হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ

হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় তৈরি করা মোবাইল অ্যাপ ‘লাব্বায়েক’ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।

প্রধান উপদেষ্টা উদ্বোধন অনুষ্ঠানে বলেন, “হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পারেন, সেজন্য এই অ্যাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধর্মীয় আচার পালনের সহায়ক হিসেবে এবং স্বাস্থ্যসেবা, নির্দেশিকা ও অন্যান্য প্রয়োজনীয় ফিচার সংযুক্ত থাকায় ‘লাব্বায়েক’ অ্যাপ হজযাত্রীদের একাগ্রচিত্তে হজ পালনকে আরও সহজ করবে।”

app

Download

তিনি আরও জানান, চলতি বছর হজের সময় থেকেই হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে, হজ প্রস্তুতির প্রাথমিক পর্যায় থেকেই মানুষ যেন এই অ্যাপের মাধ্যমে সহায়তা নিতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস আরও বলেন, “হজ ব্যবস্থাপনায় যেসব দেশ আমাদের দেশের চেয়ে অগ্রসর, তাদের অভিজ্ঞতা গ্রহণ এবং যেসব দেশে এই ধরনের ব্যবস্থা নেই, সেখানে আমাদের তৈরি ‘লাব্বায়েক’ অ্যাপের কারিগরি সহায়তা বিনামূল্যে প্রদান করা হবে।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, অ্যাপটির মাধ্যমে হজযাত্রীদের ধর্মীয় আচার পালন সহজতর হবে এবং সৌদি আরবে গমন করে চলাফেরা ও অন্যান্য কাজের ক্ষেত্রে দুশ্চিন্তামুক্ত থাকতে পারবেন। তিনি অ্যাপটির নির্মাতা টিমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

app

আধুনিক প্রযুক্তি নির্ভর মোবাইল অ্যাপ ‘Labbaik’

বৈশিষ্ট্য/ সুবিধাসমূহঃ

  1. (ক) হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুত্বর অসুস্থ বা বিপদে পড়লে জরুরি মুহুর্তে অ্যাপ থেকে SoS (Save Our Souls) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম হাজীকে উদ্ধার/সহায়তা করবেন।
  2. (খ) জানা যাবে: নামাজের সময়সূচী
  3. (গ) প্রতিদিনের করণীয় বিষয়ে: দৈনিক হজ সিডিউল
  4. (ঘ) আবহাওয়ার পূর্বাভাস
  5. (ঙ) আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি
  6. (চ) হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি
  7. (ছ) লোকেশন ট্রাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান নির্ণয়
  8. (জ) পরিবারের সদস্য কর্তৃক তাদের হজযাত্রী ট্রাকিং
  9. (ঝ) মিনা-আরাফার তাঁবুর লোকেশন ট্রাকিং
  10. (ঞ) হজ প্রি-পেইড কার্ডের ব্যালান্স
  11. (ট) ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা
  12. (ঠ) বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য
  13. (ড) গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা
  14. (ঢ) কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা
  15. (ন) কুরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা ও মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ
  16. (প) হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা।

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0