বজ্রপাতে দেশের দশ জেলায় ১৬ জনের প্রাণহানি

দেশের ১০টি জেলায় বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা, শরীয়তপুর, মৌলভীবাজার, যশোর, মাদারীপুর, ঝালকাঠি, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর ও হবিগঞ্জে এই বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কৃষক, স্কুলছাত্র, মাদ্রাসাছাত্র ও গৃহবধূ রয়েছেন। স্থানীয় প্রশাসন মৃতদের পরিবারকে সহায়তা ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Apr 28, 2025 - 00:49
Apr 29, 2025 - 01:29
 0  13
বজ্রপাতে দেশের দশ জেলায় ১৬ জনের প্রাণহানি
প্রতিকী ছবি: বজ্রপাতের সময়

বজ্রপাতে দেশের দশ জেলায় ১৬ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক:
দেশের দশটি জেলায় বজ্রপাতে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলমান বৃষ্টিপাতের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে কৃষক, স্কুলছাত্র, গৃহবধূ ও মাদ্রাসাছাত্র রয়েছেন।

কুমিল্লা

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিখিল দেবনাথ ও দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া নিহত হন। একই দিনে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্র ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২) প্রাণ হারান। বরুড়া ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শরীয়তপুর

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামের এক নারী মারা যান। গৃহপালিত গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান চা শ্রমিক মাখন রবি দাস। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর

শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে বৃষ্টির মধ্যে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মৃত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মাদারীপুর

রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামে নিজ জমিতে ধান কাটার সময় বজ্রাঘাতে কৃষক কাজল বাড়ৈ মারা যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার উত্তর জুরকাঠি গ্রামে ঘর থেকে বের হওয়ার সময় বজ্রপাতে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় হাওরে কাজ করার সময় তিনজনের মৃত্যু হয়। মৃতরা হলেন—ইন্দ্রজিত দাস (৩০), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম। এছাড়া বিকেলে কটিয়াদী উপজেলায় বজ্রপাতে মো. শাহজাহান (৩৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা

মদন উপজেলার তিয়শ্রী গ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।

চাঁদপুর

কচুয়া উপজেলার নাহারা গ্রামে খড় আনতে গিয়ে বজ্রপাতে বিশাখা সরকার (৩৫) নামে এক কৃষাণী প্রাণ হারান।

হবিগঞ্জ

বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের হাওরে ধান কাটার সময় দুরবাসা দাস (৩৫) বজ্রাঘাতে নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন তার দুই সহোদরসহ তিনজন।


সতর্কতা:
আবহাওয়া অধিদফতর ও স্থানীয় প্রশাসন সবাইকে বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছে।

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0