শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান: আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা

ফেনীর পরশুরাম উপজেলার মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেঞ্চের অভাবে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে। শিক্ষকরা সীমিত উপকরণে পাঠদানে হিমশিম খাচ্ছেন এবং পরিবেশের চরম অবনতি শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

May 8, 2025 - 04:08
May 9, 2025 - 00:49
 0  31
শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান: আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা
মডেল উচ্চ বিদ্যালয়

শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান: আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা

ফেনীর পরশুরাম উপজেলার মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সংকট চলতে থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে কখনো দাঁড়িয়ে, কখনো মাটিতে বসে ক্লাস করছে। শিক্ষকরা চরম অসুবিধার মধ্যেও পাঠদান চালিয়ে যাচ্ছেন, তবে শিক্ষা কার্যক্রমে এর গুরুতর প্রভাব পড়ছে।

বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, স্কুলটিতে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ ও শিক্ষার্থীদের বসার বেঞ্চ নেই। ফলে শিক্ষকরা নানা সীমাবদ্ধতার মধ্যেও পাঠদান চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিকূল পরিবেশে নিয়মিত পাঠ গ্রহণ করতে না পারায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শাহাদত হোসেন মজুমদার আক্ষেপ করে বলেন, “বছরের পর বছর ধরে শ্রেণিকক্ষ ও বেঞ্চের সংকটে আমরা কার্যত অসহায় হয়ে পড়েছি। আমাদের অনেক সময় খোলা মাঠে, গাছতলায় কিংবা করিডোরে দাঁড়িয়ে পাঠদান করতে হয়। শিক্ষার্থীরা ঠিকমতো বসতে পারে না, বই-খাতা নিয়ে অস্থির থাকে। এমন পরিবেশে মনোযোগ ধরে রাখা যেমন কঠিন, তেমনি মানসম্পন্ন শিক্ষা প্রদানও দুষ্কর হয়ে পড়ে। শিক্ষার মত একটি মৌলিক অধিকার এতটা অবহেলার শিকার হবে, তা সত্যিই কল্পনার বাইরে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা এখন ধীরে ধীরে স্কুলে আসার আগ্রহ হারাচ্ছে। তারা হতাশ, আমরাও অসহায়। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও আজ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। অথচ, একটি সুস্থ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বের অন্তর্ভুক্ত।”

এ বিষয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, একদিকে রোদ, অন্যদিকে বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে তারা ক্লাস করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছেন। অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে এবং বিদ্যালয়ে আসা কমিয়ে দিয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর এ সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কার্যকর উদ্যোগ।

এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0