ফেনীতে কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড লোকজ মেলার মাঠ
ফেনীতে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে বৈশাখী লোকজ মেলার প্যান্ডেল। শহরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থী ও পথচারীরা। বাতাসের গতিবেগ ছিল ১২-১৫ নটিক্যাল মাইল, বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫০ মিলিমিটার—যা এ বছরের সর্বোচ্চ।ফেনীতে মৌসুমের প্রথম কালবৈশাখীতে লোকজ মেলার প্যান্ডেল ভেঙে পড়ে, ৫০ মিমি বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়ে পরীক্ষার্থীরা।
ফেনীতে মৌসুমের প্রথম কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড লোকজ মেলার মাঠ
ফেনীর প্রকাশ:
মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় ও বৃষ্টি লণ্ডভণ্ড করে দিয়েছে ফেনীর বৈশাখী লোকজ মেলার মাঠ। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চলা এই ঝড়ের সময় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে ফেনী আবহাওয়া অফিস, যা চলতি বছরের সর্বোচ্চ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৫ নটিক্যাল মাইল।
ঝড়ের কারণে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদুল্লা কায়সার সড়কের লোকজ মেলার প্যান্ডেল ভেঙে পড়ে। হঠাৎ বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্টেশন রোড, পাঠান বাড়ি রোড, জেল রোড, ট্রাংক রোড ও পৌরসভা চত্বরে জমে যায় পানি। তবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতায় ঘণ্টাখানেক পর পানি নেমে যায়।
ঝড়ের সময় এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। ফেনী সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ফারহানা জারিফ বলেন, “পরীক্ষার শেষ সময়ে কেন্দ্রে আলো ছিল না। বাড়ি ফিরতেও সমস্যা হয়েছে।”
পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা মাইশা ফেরদৌস বলেন, “একটু বৃষ্টি হলেই শহীদুল্লা কায়সার সড়ক ডুবে যায়। পানি ডিঙিয়ে চলাচল করতে হয়।”
ঝড়ের তীব্রতায় সড়কের ওপর ঝোলানো ফেস্টুন ও বিলবোর্ড ছিঁড়ে পড়ে যায় বিভিন্ন স্থাপনার ওপর।
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন বলেন, “জলাবদ্ধতা নিরসনে পৌরসভা খাল ও নালাগুলোর সংস্কার করছে। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ হবে।”
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, “আজকের ঝড় ও বৃষ্টি এ মৌসুমের প্রথম কালবৈশাখী। এতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0