পরশুরামে দুদক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কবি শামসুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়

পরশুরাম উপজেলায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ফাইনালে তারা হারিয়েছে পরশুরাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে। শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জন করে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এমন সচেতনতামূলক অংশগ্রহণকে ভবিষ্যৎ সমাজ গঠনে ইতিবাচক দিক বলে উল্লেখ করেন।

Jun 27, 2025 - 16:04
 0  6
পরশুরামে দুদক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কবি শামসুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয়
দুদক বিতর্কে চ্যাম্পিয়ন কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়

ফাইনালে পক্ষে শামসুন নাহার, বিপক্ষে মডেল পাইলট; শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী জোরালো কণ্ঠ

ফেনী প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, পরশুরাম, ফেনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৫।
২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ও ধাপসমূহ
প্রতিযোগিতার গ্রুপ পর্বে শিক্ষার্থীরা বিষয়টিকে নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে—“বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় দুর্নীতি”।
এরপর সেমিফাইনালে আলোচনা হয়—“মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”।
ফাইনাল পর্বের বিতর্কের বিষয় ছিল—
“দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা।”

ফাইনালে পক্ষে ছিল কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আর বিপক্ষে ছিলেন পরশুরাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
উভয় দলের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী প্রগতিশীল বক্তব্য উপস্থাপন করে বিচারকদের প্রশংসা অর্জন করে।

ফলাফল ও পুরস্কার
চমৎকার প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন হয় কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এবং রানার্সআপ হয় পরশুরাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
বিজয়ী ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী দলগুলোকেও অংশগ্রহণ সনদ দেওয়া হয়।

অতিথিবৃন্দ ও আয়োজন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরশুরাম।
বিশেষ অতিথি ছিলেন
জনাব কাজী আব্দুল ওয়াজিদ মুহাম্মদ সালেহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পরশুরাম,
এবং
জনাব মহিউদ্দিন আহম্মদ, প্রধান শিক্ষক, কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রফিকুল হক মজুমদার, সভাপতি, পরশুরাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করেন।

বক্তব্য
অতিথিরা বলেন,

দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলা এখন সময়ের একান্ত প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ ও দেশপ্রেমের বিকাশ ঘটাতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগামী প্রজন্মকে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম করবে।

সমাপনী মন্তব্য
এ আয়োজনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মনোভাব এবং নৈতিক চেতনা গড়ে তোলার প্রেরণা জাগানো হয়েছে বলে আয়োজকরা জানান। দৃষ্টান্তমূলক এই বিতর্ক প্রতিযোগিতা স্থানীয় শিক্ষাক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সফল হয়েছে।

📌 উল্লেখ্য, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার স্মারক নং ০০.০১.০০০০.১০৫.২১.০০১.২৪.৮২২ (তারিখ: ২৭/০৮/২০২৪) ও দুদক/সজেকা/নোয়াখালী/২০২৫ (তারিখ: ২৭/০৫/২০২৫) এর নির্দেশনার ভিত্তিতে।

🖊️
প্রতিবেদক:
বিশেষ প্রতিনিধি,
পরশুরাম, ফেনী।

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0